রাজ্যের প্রান্তিক, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করার উদ্দেশে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এবার দেখা গেল রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষেরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর দিয়েছেন।
শুক্রবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ। এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই ঋণের সুদের টাকা দেয় রাজ্য সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আগামী দিনেও পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের সাহায্য করবে যাতে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে তাঁদের আর্থিক অবস্থা বাধা না হয়ে দাঁড়ায়।’
Advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষা গ্রহণে কোনো অসুবিধা না হয় সেই উদ্দেশে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হবে। তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই ঋণের গ্যারান্টার হয় রাজ্য সরকার এবং সরকার থেকেই সুদের একটি বড় অংশ দেওয়া হয়। এর ফলে ছাত্রছাত্রীরা অনেক অল্প সুদে ঋণ নিতে পারেন। ২০২৬ এর ভোটের আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই বড় সাফল্য শাসকদলকে কিছু অতিরিক্ত সুবিধা দেবে।
Advertisement
Advertisement



