সােনারপুর স্টেশনে ট্রেন ভাঙচুরের পর কড়া নিরাপত্তা, গ্রেফতার সাত

বৃহস্পতিবার সকালে রেল কর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে উঠতে বাঁধা পেয়ে সােনারপুর রেল স্টেশনে একদল মানুষ ট্রেন ভাঙচুর করে রেল কর্মীদের ওপর ইট ছােড়ে।

Written by SNS Sonarpur | October 10, 2020 5:04 pm

প্রতিকি ছবি (Photo: IANS)

বৃহস্পতিবার সকালে রেল কর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে উঠতে বাঁধা পেয়ে সােনারপুর রেল স্টেশনে একদল মানুষ ট্রেন ভাঙচুর করে রেল কর্মীদের ওপর ইট ছােড়ে।

রেল পুলিশ লাঠিচার্জ করলে জখম হন বেশ কয়েক জন। এই ঘটনায় সাতজন কে গ্রেফতার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বারাে বগির জায়গায় শুক্রবার চার বগির ট্রেন চালানাে হয়েছে।

এবং প্রত্যেক রেল কর্মী কে পরিচয়পত্র দেখিয়ে স্টেশনে ঢুকে ট্রেনে উঠতে হয়েছে। রেল পুলিশ ছাড়াও ছিল বিশেষ নিরাপত্তা বাহিনী। জনৈক রেল আধিকারিক এর কথায় , বৃহস্পতিবার এর ঘটনায় রেল পুলিশ রেল কর্মীদের সাথে জোর করে ট্রেনে উঠতে যাওয়া কয়েক জন যাত্রী সহ দশ বারাে জন আহত হয়েছেন।

তবে এর মধ্যে একজন হাতে মারাত্মক চোট পেয়েছে ঘুষি মেরে কাচের জানালা ভাঙতে গিয়ে। কাচ ঢুকে গেছে হাতে। ট্রেন চালু হলেও করােনা কে ভয় না পাওয়া অবাধ্য যাত্রীদের কীভাবে সামলানাে যাবে তা নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে।

আপাতত রেল কর্মীদের অসুবিধা হলেও স্পেশাল ট্রেন বারাে বগির না চালিয়ে চার বগির চালানাে হবে সাধারণ যাত্রীদের ঝামেলা এড়াতে ।