• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য দিতে হবে

দিল্লি, ১৮ মার্চ– নির্বাচনী বন্ড ইসু্যতে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কোপে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক এসবিআই৷ সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে পড়ে নির্বাচনী বন্ডের হিসেব-নিকেষ দিতে বাধ্য হয় এসবিআই৷ জানা যায়, নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার মধ্যে ৮ হাজার ২৫০ কোটি পেয়েছে বিজেপি৷৷ তৃণমূল পেয়েছে ১ হাজার ৭১৭ কোটি৷ কিন্ত্ত এই টাকা কে দিয়েছে তা

দিল্লি, ১৮ মার্চ– নির্বাচনী বন্ড ইসু্যতে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কোপে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক এসবিআই৷ সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে পড়ে নির্বাচনী বন্ডের হিসেব-নিকেষ দিতে বাধ্য হয় এসবিআই৷ জানা যায়, নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার মধ্যে ৮ হাজার ২৫০ কোটি পেয়েছে বিজেপি৷৷

তৃণমূল পেয়েছে ১ হাজার ৭১৭ কোটি৷ কিন্ত্ত এই টাকা কে দিয়েছে তা জানাতে নিমরাজি এসবিআই৷ আর তাই এবার সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই৷ বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি৷ তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত৷ আগামী বৃহস্পতিবারের মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে৷ ব্যাঙ্কের দেওয়া সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করতে হবে৷

Advertisement

নির্বাচনী বন্ড নিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য দেয়নি৷ এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ সোমবার এই মামলার শুনানিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দিতে হবে এসবিআই-কে৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসবিআই প্রথম যে বন্ডের তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়েছিল তাতে ইউনিক আলফানিউমেরিক নম্বর ছিল না৷ তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷

Advertisement

Advertisement