ডানকুনি থেকে কলকাতামুখী জাতীয় সড়কে তীব্র যানজট নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার এই নিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠকে বসল রাজ্য।
সূত্রের খবর, এ দিনের বৈঠকে এনএইচআই-র তরফে স্পষ্ট জানানো হয়েছে, পূর্ব বর্ধমান এবং হুগলির সংযোগস্থল থেকে ডানকুনি পেরিয়ে একাধিক সাবওয়ে এবং রাস্তা পারাপারের সেতুর কাজ চলছে। সেই কাজ শেষ হতে আরও দু’মাসের বেশি সময় লাগতে পারে। তার ফলে ডানকুনি থেকে কলকাতাগামী রাস্তা প্রায়ই বন্ধ থাকছে। চাপ বাড়ছে রাস্তায়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকছে হাজার হাজার গাড়ি।
এ দিনের বৈঠকে পুলিশ-প্রশাসনকে যতটা সম্ভব যানজট কমিয়ে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, একাধিক পুলিশকর্তা ছাড়াও এনএইচআই এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা।
প্রসঙ্গত, সবথেকে বেশি সমস্যা বর্ধমান থেকে কলকাতামুখী ৮৮ কিমি রাস্তায়। ফলে, প্রভাব পড়ছে ২ নম্বর জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়ের উপর। যানজট ছড়িয়ে পড়ছে পালসিট থেকে সাঁতরাগাছি পর্যন্ত। গাড়ি চলছে সার্ভিস রোড ধরে। দুর্ভোগ সবথেকে বেশি বিকালের পর থেকেই হচ্ছে। রাস্তাতেই আটকে যাচ্ছে কলকাতামুখী গাড়িগুলি। ফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।