• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গ্রামীণ ও রাজ্য সড়ক নির্মাণে জোর রাজ্য সরকারের

রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লকের গ্রামীণ রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

গ্রামীণ এলাকায়  কাঁচা রাস্তাগুলিকে পাকা রাস্তায় রুপান্তরিত করার জন্য রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লকের গ্রামীণ রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে।

গত ২ অক্টোবর জাতীয় জনক গান্ধির জন্ম দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে পথশ্রী প্রকল্পের উদ্বোধন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন জেলায় হাজারেরও বেশি রাস্তার উন্নয়ন হয়েছে।

Advertisement

একদিকে যেমন পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হচ্ছে তেমনি আমফান ও অতিবৃষ্টির কারনে নষ্ট হয়ে পড়া রাস্তা রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে জেলার বিভিন্ন প্রান্তে। পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্য সড়ক সরকারের কাজ হয়েছে। সরকারের পক্ষ থেকে একদিকে গ্রামীণ প্রান্তিক এলাকার অন্যদিকে রাজ্য সড়ক সংস্কারের কাজ দ্রুত গতির সাথে হওয়ায় খুশি সাধারণ মানুষ। রাজ্য সরকারের এই ধরনের কাজের ভুয়সী প্রশংসা করছেন তারা।

Advertisement

Advertisement