• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামলাতে ৫ আইএএস অফিসারকে নিয়ে বিশেষ দল গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই গঠন করা হয়েছে এই বিশেষ দল।

নবান্ন। ফাইল চিত্র

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামলাতে বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। বিপর্যয় মোকাবিলায় পাঁচজন আইএএস অফিসারকে নিয়ে একটি বিশেষ দল গঠন করল রাজ্য সরকার। এই দলে মোট সদস্য থাকছেন ৮ জন। তার মধ্যে দুই দপ্তরের ৩ জন চিফ ইঞ্জিনিয়ারও রয়েছেন। বৃহস্পতিবার নবান্নের এই বিশেষ দল উত্তরবঙ্গে যেতে পারে।

জানা গিয়েছে, গোটা টিমের নেতৃত্ব দেবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুশান্ত নারীয়ালা। তাঁর নেতৃত্বাধীন এই দলে থাকছেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত সচিব পি উলগানাথান, ডাব্লিউবিএসইডিসিএল-এর ডাইরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া, স্বাস্থ্য দপ্তরের সচিব পদে থাকা শুভাঞ্জন দাস। থাকছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে নবান্নে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্তাদের থেকে বিস্তারিত তথ্য তলব করেন। তিনি সেখানকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই গঠন করা হয়েছে এই বিশেষ দল। বৃহস্পতিবার তাঁদের উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।