• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা

সেপ্টেম্বরের ৭ ও ১৪ এই দু’দিন এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়

নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এরপর পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে এসএসসি। নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’

নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হবে বলে জানা গিয়েছে। এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। ৫৩৪টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেইমতো কাজ এসএসসি কাজ করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement

সেপ্টেম্বরের ৭ ও ১৪ এই দু’দিন এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়।  মোট ৫ লক্ষ ৬৫ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তার মধ্যে প্রায় ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। উল্লেখ,  চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি হারান। চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো এসএসসি নতুনভাবে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে। সেই নিয়োগ পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা।

Advertisement

Advertisement