সঙ্কটেও সাড়া দিচ্ছেন সৌমিত্র 

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা গত চারদিনের তুলনায় কিছুটা ভালাে। ইতিমধ্যে তাঁর প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে।

Written by SNS Kolkata | October 30, 2020 10:47 am

সৌমিত্র চট্টোপাধ্যায় (File Photo: IANS)

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা গত চারদিনের তুলনায় কিছুটা ভালাে। ইতিমধ্যে তাঁর প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মেডিক্যাল টিম তাঁর দ্বিতীয় দফার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে। তবে হিমােগ্লোবিনের মাত্রা কম থাকায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

এদিন চিকিৎসকরা জানিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সামান্য উন্নতি ভালাে রয়েছে। এদিন ডাকার পর কয়েকবার তাকিয়েছেন তিনি। ডায়ালিসিসের পর রক্তে জমে যাওয়া দূষিত পদার্থের মাত্রা কিছুটা কমেছে। বিকেলে ফের একদফা ডায়ালিসিস করা হবে। কিন্তু হিমােগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে বার বার রক্ত দিতে হচ্ছে। এই বিষয়টি আরও ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, গত চারদিনের তুলনায় আজ একটু স্টেল রয়েছেন অভিনেতা। কোনওরকম সাপাের্ট ছাড়াই তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

রেনাল ফাংশনের উন্নতির জন্য চিকিৎসক ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম দফায় ২-৩টি এপিসােডের ডায়ালিসিস করা হবে বলে হাসপাতাল তরফে জানানাে হয়েছিল। এমনকি বুধবার সন্ধ্যায় চিকিৎসক অরিন্দম কর বলেছিলেন, প্রথম দফার ডায়ালিসিস ভালােভাবেই শেষ হয়েছে। রক্তচাপে কোনও সমস্যা হয়নি। বেশিরভাগ প্যারামিটার স্বাভাবিক রয়েছে। কোনও সাপোর্ট ছাড়াই বর্তমানে তাঁর রক্তচাপ ১৪৫/৯০ রয়েছে। 

তবে এখনও অনেকটাই আচ্ছন্নভাব রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ৫০ শতাংশের কম ভেন্টিলেশন সাপাের্টের প্রয়ােজন হচ্ছে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং শরীরে জ্বর নেই তাঁর। তবুও সঙ্কট দূর হয়নি। 

বিগত তিন সপ্তাহ ধরে বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। অষ্টমীর রাত থেকে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় মেডিক্যাল বাের্ডের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।