• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

এসআইআর শুনানি: বাংলার ১২ জেলায় ১৬০টি বিকেন্দ্রীভূত কেন্দ্রের অনুমোদন

প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে এবং শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ ও হস্তক্ষেপমুক্ত রাখতে হবে।

প্রতীকী চিত্র

২০২৬ সালের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি পর্বে পশ্চিমবঙ্গে বড়সড় উদ্যোগ নিল নির্বাচন কমিশন। রাজ্যের ১২টি জেলায় মোট ১৬০টি বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন অব ইন্ডিয়া। শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই অনুমোদনের কথা জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভৌগোলিক অসুবিধা, দুর্গম এলাকা, বনাঞ্চলঘেরা অঞ্চল, ছড়িয়ে থাকা জনবসতি ও যাতায়াত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও কালিম্পং—এই ১২টি জেলায় বিকেন্দ্রীভূতভাবে শুনানি হবে।

Advertisement

কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে এবং শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ ও হস্তক্ষেপমুক্ত রাখতে হবে। একই সঙ্গে ভোটার ও সংশ্লিষ্ট সব পক্ষকে শুনানির সময় ও স্থান সম্পর্কে ব্যাপকভাবে জানাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এই সিদ্ধান্তের ফলে এসআইআর সংক্রান্ত অভিযোগ ও আপত্তির শুনানিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সহজ হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

Advertisement