• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

নোয়াপাড়া থেকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ

দু'দিন নিখোঁজ থাকার পর একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি নোয়াপাড়া থানার।

দু’দিন নিখোঁজ থাকার পর একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি নোয়াপাড়া থানার। কেউ খুন করার পর ঝুলিতে দিয়েছে নাকি ওই কাউন্সিলর আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছেন পুলিশ। কাউন্সিলরের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় দেহ। পরিবারের লোকজন তাঁর খোঁজ করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। শুক্রবার সন্ধ্যায় নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। আর আজ সকালে বাড়ি ছাদ থেকে উদ্ধার হয় কাউন্সিলরের দেহ।

পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার করা হয়েছে। কাউন্সিলরের বাড়ি লাগোয়া একটি একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।