মমতাকে বাংলায় লিখে টুইট শাহরুখের

শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রেড চিলিস এন্টারটেনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলিস ভিএফএক্স-এর উদ্যোগে অর্থদানের সিদ্ধান্ত।

Written by SNS Kolkata | April 5, 2020 12:12 pm

শাহরুখ খান ও গৌরি খান(ছবি: ইনস্টাগ্রাম/@iamsrk)

শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রেড চিলিস এন্টারটেনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলিস ভিএফএক্স-এর উদ্যোগে অর্থদানের সিদ্ধান্ত। দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গকে আলাদা করে সাহায্য করেছেন শাহরুখ খান। বাংলার অ্যাম্বাসাডর হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার তিনি করেছেন।

শাহরুখের সাহায্যের আশ্বাস পেয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়ে টুইট করেন তাঁকে। কিছুক্ষণের মধ্যে বাংলায় লিখে পাল্টা টুইট করলেন শাহরুখ। টুইটে শাহরুখ লিখেছেন, ‘দিদি আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।’ সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে দিয়ে লিখেছেন, ‘আমি কলকাতা…।’

শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে মারাঠিতে টুইট করেছিলেন শাহরুখ। বৃহস্পতিবার শাহরুখ টুইট করে করোনা মোকাবিলায় তাঁর সাহায্যের কথা জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইটে লেখেন, ‘শাহরুখজি ধন্যবাদ। আপনার এই কথা এবং অকুণ্ঠ দান এই কঠিন সময়ে অনেকের জীবনে আলো নিয়ে আসবে।’

উত্তরে কিং খান পাল্টা টুইটে দিল্লির মুখ্যমন্ত্রীকে লেখেন, ‘স্যার, ধন্যবাদ জানাবেন না। বরং আপনি হুকুম করুন। দিল্লির ভাইবোনদের পাশে সবসময় আছি। ঈশ্বর চাইলে এই কঠিন সময় থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারব। আপনার প্রশাসনে যাঁরা রাতদিন কাজ করে চলেছেন, তাদের ঈশ্বর আরও ক্ষমতা দিন ও শক্তি দিন।’

এদিকে, ব্যক্তিগত অফিস শাহরুখ ও গৌরী বিএমসি’কে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য তুলে দিলেন। বৃহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এদিন ট্যুইট করে শাহরুখ ও গৌরীকে ধন্যবাদ জানানো হয়েছে। শাহরুখদের চারতলা অফিসে বয়স্ক, মহিলা এবং শিশুদের কোয়ারেন্টাইন করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতে শাহরুখের প্রশংসায় নেটিজেনরা।