বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমল। সপ্তাহখানেক আগে বোলপুর থানার ওসিকে ফোনে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রতর বিরুদ্ধে। এরপর জাতীয় মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা কমানো হল অনুব্রতর। এই প্রসঙ্গে অবশ্য জেল পুলিশ সুপার আমনদীপ কোনও মন্তব্য করতে চাননি।
অনুব্রত মণ্ডলের গাড়ির আগে একটি পাইলট কার, পিছনে দুটি এসকর্ট গাড়ি থাকত। প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ অফিসার ও কর্মী মোতায়েন ছিলেন। ওয়াকিটকির মাধ্যমে নিরাপত্তার স্বার্থে তাঁরা যোগাযোগ রাখতেন। এই সংখ্যাই কমানো হয়েছে। অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়িতেও ৪ থেকে ৬ জন সশস্ত্র পুলিশ নিরাপত্তার জন্য সর্বক্ষণ মোতায়েন থাকতেন। তাও কমিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
সূত্রের খবর, সবমিলিয়ে অনুব্রত মণ্ডলের চার জন নিরাপত্তারক্ষী ও তাঁর জন্য বরাদ্দ একটি পাইলট গাড়ি তুলে নেওয়া হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিকের দাবি, ‘রাজ্য থেকে নির্দেশ আসার পরেই অনুব্রতর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানো হয়েছে। আগে তাঁরা বিশেষ কালো পোশাকে থাকতেন। এখন পুলিশের খাকি পোশাকে থাকবেন। কমেছে তাঁদের সংখ্যাও।’
Advertisement
Advertisement



