নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: আজ সন্দেশখালির বেশ কয়েকটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হল। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর নতুন করে বেশ কয়েক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। যার ফলে গত কয়েকদিন ধরে সন্দেশখালির পুরনো ও নতুন মিলিয়ে মোট ৪৯টি জায়গায় এই আইন বলবৎ রাখা হয়।
আজ, রবিবার সকাল ১০টার পর থেকে এই নির্দেশ শিথিল করা হয়েছে। বর্তমানে মোট ১১টি অতি উত্তেজনাপ্রবণ এলাকায় এই আইন বলবৎ রাখা হয়েছে। বাকি সমস্ত জায়গা থেকে ১৪৪-এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রবিবার বসিরহাট পুলিস জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান এমনটাই জানিয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



