• facebook
  • twitter
Monday, 14 July, 2025

অসুস্থ সৌগত রায়, ভর্তি দিল্লির হাসপাতালে

বিকেলের দিকে অসুস্থ বোধ করেন

তৃণমূল সাংসদ সৌগত রায়। ফাইল চিত্র।

সংসদের অধিবেশন চলাকালীন হঠাত অসুস্থ হয়ে পড়লেন সৌগত রায়। সোমবার অধিবেশনে সাংসদদের আলোচনা চলার সময়ই অসুস্থ বোধ করেন তৃণমূল সাংসদ। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। জানা গিয়েছে, তিনি আচমকা বুকে ব্যথা অনুভব করেন। তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছিল। দ্রুত তাঁকে হুইলচেয়ারে বসিয়ে সংসদের মকর দ্বার দিয়ে বাইরে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। এদিন সংসদে নানা সময়ে নানা ইস্যুতে সরব হন সৌগত রায়। বিশেষত, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, জিরো আওয়ারে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সোচ্চার হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। তাঁরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। রাজ্যসভাতেও তৃণমূল একই ইস্যুতে সরব হয়। অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন সাংসদরা। অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদদের বক্তব্যে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশেষত সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়।
 
বিষয়টির গুরুত্ব বুঝে তাঁকে সমর্থন জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ইস্যুতে তিনি তৃণমূলকে সমর্থন করেন। ‘ভূতুড়ে ভোটার’ ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যের সমস্যা বলে দাবি করেন রাহুল। 
 
এরপরও চলছিল অধিবেশন। আর এরপরই বিকেলের দিকে সৌগত রায় অসুস্থ বোধ করেন। জানা যাচ্ছে, কোমরেও ব্যথা ছিল সৌগত রায়ের। সেই ব্যথাও বেড়ে যাওয়ায় শারীরিক কষ্ট বেড়ে যায়।  রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
 
ঘটনার কথা জানাজানি হতেই তৃণমূলের প্রতিনিধিরা তাঁর খোঁজখবর নেওয়া শুরু করেন। সৌগত রায়ের স্বাস্থ্যের ব্যাপারে হাসপাতাল থেকেও খোঁজ নেন তাঁরা।