• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ডাক টিকিটে সর্বমঙ্গলা মন্দিরের ছবি

শুভ অক্ষয় তৃতীয়ায় সর্বমঙ্গলা মাতার মন্দিরে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ট্রাস্টি বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামে "ডাকটিকিট" ও "ফার্স্ট ডে কভার" প্রকাশিত হলো।

বুধবার দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বর্ধমানের রাজ ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরের নামও ছড়িয়ে পড়লো সারা দেশে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার নাম ছড়িয়ে পড়ে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে।

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এবং শ্রীশ্রীসর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সারা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল দেবী সর্বমঙ্গলা মাতার ছবি। সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, শুভ অক্ষয় তৃতীয়ায় সর্বমঙ্গলা মাতার মন্দিরে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ট্রাস্টি বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামে “ডাকটিকিট” ও “ফার্স্ট ডে কভার” প্রকাশিত হলো। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

এই ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোষ্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস সহ ভারতীয় ডাক বিভাগের পদস্থ আধিকারিকবৃন্দ।

Advertisement

Advertisement