• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

বজ্রপাতের ঝলকানিতে অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির সওয়ারি ও চালক 

 হুগলি, ২৩ আগস্ট — সবিতা সাহা নামে এক মহিলা গাড়ি করে হুগলির ধনিয়াখালি থেকে সিঙ্গুর যাচ্ছিলেন। গাড়িতে তিনি ছাড়া ছিলেন চালক কিতাবুল মল্লিক। গাড়িটি যখন দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে ওঠে তখন ব্যাপক বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে ঘন ঘন বজ্রপাত। দাদপুরের মহেশ্বরপুরে পেট্রোল পাম্পের সামনের একটি টাওয়ারের ওপর বাজ পড়ে। সেই বাজ থেকে আগুনের ঝলকানি দেখা দেয়। ঘটনাস্থলের

 হুগলি, ২৩ আগস্ট — সবিতা সাহা নামে এক মহিলা গাড়ি করে হুগলির ধনিয়াখালি থেকে সিঙ্গুর যাচ্ছিলেন। গাড়িতে তিনি ছাড়া ছিলেন চালক কিতাবুল মল্লিক। গাড়িটি যখন দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে ওঠে তখন ব্যাপক বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে ঘন ঘন বজ্রপাত। দাদপুরের মহেশ্বরপুরে পেট্রোল পাম্পের সামনের একটি টাওয়ারের ওপর বাজ পড়ে। সেই বাজ থেকে আগুনের ঝলকানি দেখা দেয়।

ঘটনাস্থলের কাছেই ছিল দাদপুর পুলিশের গাড়ি।এলাকার মানুষ ও পুলিশ গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। সেই আগুন গাড়িতে লেগে পুড়ে ছাই হয়ে যায়।

Advertisement

 

Advertisement

Advertisement