গত ৭-৮ মাসে চুরি হওয়া রেলের বেশ কিছু জানলা দরজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালাে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির চবকা এলাকায়।
সম্প্রতি জানা যায় গত মাস আগে রেলের বেশ কিছু জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছিল। সূত্র মারফত খবর পেয়ে সােমবার রাত ১০ টা নাগাদ রেল ও কুলটি পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে চবকা এলাকার এক বাড়ির ছাদ থেকে উদ্ধার করলাে রেলের দরজা, জানালা ও বেশ কিছু জিনিসপত্র। সাথে আটক করে শেখ রাজু নামে এক ব্যক্তিকে।
Advertisement
Advertisement
Advertisement



