ফের মৃত্যুর রেকর্ড রাজ্যে, একদিনে করােনায় মৃত ১০৭

সংক্রমণের হার বাড়ছে।মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টায় শতাধিক।তবে আশার আলাে করােনাজয়ীরা।স্বাস্থ্য ভবনের রিপাের্টে একদিনে বাংলায় করােনা আক্রান্ত হয়েছেন ১৭,৬৩৯ জন।

Written by SNS Kolkata | May 5, 2021 3:07 pm

প্রতীকী ছবি (Photo: AFP)

সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। মৃত্যুর সংখ্যাও ২৪ ঘণ্টায় শতাধিক। তবে আশার আলাে দেখাচ্ছে করােনাজয়ীরা। স্বাস্থ্য ভবনের মঙ্গলবার সন্ধ্যার রিপাের্ট বলছে একদিনে বাংলায় করােনা আক্রান্ত হয়েছেন ১৭,৬৩৯ জন। সােমবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ ১৭,৫০১ ছিল।

সােমবার করােনা আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনা রয়েছে শীর্ষে। সেখানে ৩,৯৫৪ জন করােনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৩,৯১৪ জন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে এদিন করােনা আক্রান্তের সংখ্যা হাজারের আশেপাশে।

রাজ্যে মােট করােনা আক্রান্তের সংখ্যা ৮,৯৮,৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৬৫,৮৪৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করােনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬,৫৪৭ জন।

এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৫.২৩ শতাংশ। তবে অ্যাক্টিভ রােগীর সংখ্যাও বাড়ছে। অ্যাক্টিভ করােনা রােগীর সংখ্যা রাজ্যে ১,২০,৯৪৬ জন। মৃতের সংখ্যা রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করােনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের, যা এখনও পর্যন্ত রাজ্যে সর্বাধিক। তার মধ্যে ৩১ জন কলকাতার বাসিন্দা। উত্তর ২৪ পরগনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহারে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া।