ফেব্রুয়ারি থেকে রেশন বন্ধ 

অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ ফেব্রুয়ারি মাস থেকে রেশন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘােষণা করেছে।

Written by SNS Kolkata | January 28, 2021 1:20 pm

প্রতীকী ছবি (Photo: iStock)

অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ ফেব্রুয়ারি মাস থেকে রেশন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘােষণা করেছে।

এজন্য ডিলার অ্যাসােসিয়েশনের পক্ষে সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরে জানানাে হয়েছে বলে দাবি করেছেন মঞ্চের পক্ষে রতন সাউ ও নিখিলেশ ঘােষ।

মঞ্চের পক্ষে একশাে শতাংশ ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর জন্য বাস্তব সম্মত কমিশন, সঠিক ডাের স্টেপ ডেলিভারি, সঠিক ঘাটতি প্রদান ইউ নিয়ে সমতা সহ পিডিএস কন্ট্রোল অর্ডাসে সময়ােচিত সংশােধনীর দাবি জানানাে হয়েছে।

কারণ দোকান প্রতি তিন চারজন কর্মী সারামাস যাবত কাজ করা সত্ত্বেও তাদের রুটি রুজির বিষয়ে সরকার কোনও কথাই উচ্চবাচ্য করছে না।

অন্যদিকে বিভিন্ন রাজ্যে মাসিক ভাতা ও কুইন্টাল পিছু একশাে টাকা করে কমিশন দেওয়া চলছে। কিন্তু এরাজ্যে সরকার কোনও ব্যবস্থাই ছে না।

জাতীয় স্তরে সাতাশি টাকা কমিশন ধার্য হওয়া সত্ত্বেও রাজ্যে মাত্র সত্তর টাকা কমিশন দেওয়া হচ্ছে।