• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রাজভবনের নাম বদল, নতুন নাম ‘লোকভবন’, সিভি আনন্দের আবেদনে অনুমোদন

রাজভবনের এক্স হ্যান্ডলে নাম বদলে করা হয়েছে ‘লোকভবন

বদলে গেল রাজভবনের নাম। এবার থেকে রাজভবনের নাম হচ্ছে ‘লোকভবন’। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন দিল কেন্দ্র। রাজভবনের এক্স হ্যান্ডলে নাম বদলে করা হয়েছে ‘লোকভবন’। এক্স হ্যান্ডলেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য পোস্ট করা হয়েছে। রাজ্যপাল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জন রাজভবন’ উদ্যোগের লক্ষ্য ছিল দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের কাছে রাজভবনকে আরও উন্মুক্ত করা। সহায়তা আরও দ্রুত পৌঁছে দেওয়া।

স্বরাষ্ট্র মন্ত্রক ২৫ নভেম্বর, ২০২৫ নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, দেশের সকল রাজভবন ও রাজনিবাসকে যথাক্রমে ‘লোক ভবন’ ও ‘লোক নিবারণ/নিবাস’ নামে পুনঃনামকরণের সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্দেশনামা মেনে পশ্চিমবঙ্গের রাজভবনও এখন ‘লোক ভবন’ বলে অভিহিত হবে। শনিবার সেটাই জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement

রাজ্যপালের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘লোক ভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে, জনগণের আশা-আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল।’ উল্লেখ্য, বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে তিনটি বছর হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ক’দিন আগেই রাজ্যপাল জানিয়েছিলেন, বাংলায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। গ্রামবাংলাকে আরও দেখতে চান, আরও সময় কাটাতে চান।

Advertisement

Advertisement