স্বস্তির বৃষ্টি

Written by SNS May 7, 2024 11:45 am

নিজস্ব প্রতিনিধি— সোমবার বৃষ্টিতে অবশেষে স্বস্তি৷ এদিন সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাতেই হল বৃষ্টি৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল৷ সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ৷ বঞ্চিত হল না উত্তরবঙ্গও৷ বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া৷ উত্তরে কোচবিহারেও হল বৃষ্টি৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷

মঙ্গলবার বজ্রবিদু্যৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি৷ সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ সেখানে কমলা সতর্কতা জারি৷ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়৷ দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা৷ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টি হতে পারে৷ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ বৃহস্পতিবার বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া জেলায়৷ সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ আগামী শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুডি়, কোচবিহারে৷

সপ্তাহের শুরুতে বিদু্যৎপৃষ্ট হয়ে মৃতু্য হল এক ব্যক্তির৷ মৃতের নাম সুভাষ দাস৷ বছর সাইত্রিশের ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের বাসিন্দা৷ পুলিশ সূত্রে খবর, স্ট্যান্ড রোড সংলগ্ন এলাকায় চায়ের দোকান চালানে তিনি৷ এদিন সকালে দোকানেই বিদু্যৎপৃষ্ট হন তিনি৷ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷