কলকাতা সহ জেলায় বৃষ্টি 

গত দু দিনের মতাে বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন দুপুরের পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।

Written by SNS Kolkata | May 6, 2021 10:30 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

গত দু দিনের মতাে বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন দুপুরের পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।

বৃষ্টিতে ভিজেছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাও। এক ধাক্কায় পারদ অনেকটা নেমেছে কলকাতায়। গরমের ভাবটা অনেকটা উধাও। 

হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই জানানাে হয়েছিল দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী ১০ মে পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে। 

দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়াে হাওয়া বওয়ার সম্ভাবনা। উত্তর বঙ্গের জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়াে হাওয়া বইবে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।