• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মমতাকে কুর্নিশ জানাতে বিধানসভায় প্রস্তাব আসছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করতে উদ্যোগী হল রাজ্যের শাসক দল। এক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে, বিধানসভার অধিবেশনকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করতে উদ্যোগী হল রাজ্যের শাসক দল। এক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে, বিধানসভার অধিবেশনকে। সেখানে তাকে বিশেষভাবে সম্মানিত করবেন রাজ্যের শাসক দলের বিধায়করা।

পরপর তিনবার নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা তাই এবার পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভায় তাঁকে কুর্নিশ জানাতে প্রস্তাব আনা হচ্ছে। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন সোমবার শুরু হয়েছে। মঙ্গলবার অধিবেশনের পর কালীপুজোর জন্য বন্ধ থাকবে বিধানসভার কাজকর্ম।

Advertisement

আগামী সোমবার ফের অধিবেশন বসবে। সেই অধিবেশনের দ্বিতীয়ার্ধে ‘মহিলাদের ক্ষমতায়ন’ বিষয়ে প্রস্তাব আনবে তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাতে এই প্রস্তাব আনা হচ্ছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ।

Advertisement

এ প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘আগামী ৮ তারিখ পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রস্তাব আনা হবে। এবং তা নিয়ে বিস্তারিত আলোচনাও হবে।’

Advertisement