জেলবন্দির চিঠি কি ভাবে জনসভায়? লিগ্যাল নােটিশ শুভেন্দুর

শুক্রবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়ির ঠিকানা সহ দুটি ইমেলে লিগ্যাল নােটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

Written by SNS Kolkata | January 30, 2021 9:35 pm

শুভেন্দু অধিকারী (Photo: IANS)

রাজ্য রাজনীতিতে লিগ্যাল নােটিশ পাঠানাের তালিকায় এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়ির ঠিকানা সহ দুটি ইমেলে লিগ্যাল নােটিশ পাঠিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী।

দু’দিনের সময়সীমা বেঁধে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা চেয়ে নােটিশটি পাঠানাে হয়েছে। যদি উত্তর না মেলে তাহলে মানহানি (দেওয়ানি ও ফৌজদারি ধারায়) করবার হুশিয়ারিও দেওয়া হয়েছে। 

সম্প্রতি কুলতলির সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারদা কর্তা সুদীপ্ত সেনের সাম্প্রতিক লেখা চিঠি নিয়ে নানান অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি তুই তােকারি সম্বােধন ছিল অভিষেকের গলায়। 

তাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রেরিত লিগ্যাল নােটিশে প্রশ্ন তুলেছেন যে । জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এলাে কিভাবে? বিচারাধীন মামলার বিষয়ে কিভাবে বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি এও অভিযােগ সারদা কর্তা সুদীপ্ত সেনের জেলবন্দি চিঠিটি পরিকল্পিতভাবে করা হয়েছে।