শ্রমমন্ত্রীকে ইউটিইউসি’র স্মারকলিপি পেশ

ইউটিইউসি রাজ্য কমিটির আহ্বানে সামাজিক সুরক্ষার দাবিতে বি বি ডি বাগে অসংগঠিত শ্রমিকদের সমাবেশ থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে স্মারকলিপি পেশ করা হয়।

Written by SNS Kolkata | January 14, 2021 7:15 pm

ইউটিইউসি (ছবি: SNS Web)

বুধবার ইউটিইউসি রাজ্য কমিটির আহ্বানে সামাজিক সুরক্ষার দাবিতে বি বি ডি বাগে অসংগঠিত শ্রমিকদের সমাবেশ থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে স্মারকলিপি পেশ করা হয়। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প সমূহ দীর্ঘকাল কার্যকর নেই।

লকডাউন চলাকালীন সময়ে পরিবহন ও নির্মাণ কর্মীরা সহ অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের ব্যাপক অংশের শ্রমিকদের কোনও সাহায্য রাজ্য সরকার করেনি। নির্মাণ কর্মী সেস তহবিলের সংগৃহীত অর্থের টাকা অন্যত্র সরিয়ে নিয়েছে সরকার।

ফলে আর্থিক সাহায্য থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছে। শ্রমমন্ত্রী মলয় ঘটককে ১৫ দফা দাবি সম্বলিত দাবিপত্র পেশ করেন ইউটিইউসি’র সাধারণ সম্পাদক অশােক ঘােষ- এর নেতৃত্বে রাজ্য সম্পাদক দীপক সাহা, সুবীর ভৌমিক, সিন্ধু পদ বৈরাগী ও সুধাংশু মন্ডল সহ প্রতিনিধি দল।