বৃষ্টির সম্ভাবনা

পুজোয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চতুর্থী থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।

Written by SNS Alipur | October 11, 2021 1:43 am

পুজোয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চতুর্থী থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। পঞ্চমীর সন্ধ্যায় কলকাতা এবং উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে ছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা ঘনীভূত হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। তার ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও। পুজোর আগে যে বৃষ্টি হচ্ছে তা মূলত স্থানীয় ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘের ফলে। কিন্তু পুজোয় নিম্নচাপের ফলে বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলের জেলাগুলিতে।