• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সবজি বিক্রেতার দোকানে চুরি, চকদিঘী বাজারে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মােতায়েনের

দুষ্কৃতীরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ যাবতীয় সামগ্রী চুরি করে পালিয়েছে। তিনি চানন পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের খুঁজে বের করুক

প্রতীকী ছবি (Photo: Getty Images)

বালুরঘাট থানার থেকে সামান্য দূরে চকভৃণ্ড বাজারে এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালাে। অগ্নিমুল্যের বাজারে বেড়া কেটে নগদ ১৬ হাজার টাকা সহ ওজন যন্ত্র ও চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি আলু, পিয়াজ সহ আদা-রসুন ইত্যাদি কাঁচামাল দোকান থেকে তুলে নিয়ে যায় তারা।

ব্যবসায়ীদের অভিযােগ পুলিশি প্রহরা না থাকার সুযােগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে নির্ভয়ে চুরি করেছে। অবিলম্বে বাজারে পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার মােতায়েন করার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ী বিজয় কুমার সাহা জানিয়েছেন, সােমবার জল ঘরের হাট থেকে এসে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন।

Advertisement

এদিন সকালে দোকান খুলতে তার নজরে আসে চুরির ঘটনা। দুষ্কৃতীরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ যাবতীয় সামগ্রী চুরি করে পালিয়েছে। তিনি চানন পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের খুঁজে বের করুক।

Advertisement

Advertisement