• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জবাব নেই বলে পুলিশ লাঠিচার্জ করছে: বিমান

আনিস খান হত্যাকাণ্ডের রহস্য এখন উন্মোচন হয়নি। শুক্রবার উলুবেড়িয়া সংশোধনাগারে গিয়ে আনিসের বাবা বলেন, আমি চিনতে পারছি না।

আনিস হত্যাকাণ্ডের রহস্য এখন উন্মোচন হয়নি। শুক্রবার উলুবেড়িয়া সংশোধনাগারে গিয়ে আনিসের বাবা বলেন, আমি চিনতে পারছি না। এরপরেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের বলেন, ‘মাথারা কোথায়?

শনিবার আনিস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পাঁচলা। পুলিশ সুপারের অফিস ঘেরাওকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। লাঠিচার্জও হয়।

Advertisement

এই প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, কোনও কথা দিতে পারছে না। মানুষের কাছে বলারও কিছু নেই।

Advertisement

জবাব নেই বলে তাই পুলিশ লাঠিচার্জ করছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি দোষী হলে, আমারও শাস্তি হবে।’ ইঙ্গিত তো অনেক উঁচু পর্যন্ত। উঁচু পর্যন্ত থাকলে ধরা হোক।

Advertisement