ভোটকুশলী হিসেবে পিকে আমাদের সঙ্গে: মমতা

ভোটকুশলী পিকের সঙ্গে কংগ্রেসের আলোচনা যখন ব্যর্থ,তখন তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Written by SNS Delhi | May 1, 2022 8:44 am
  1. আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের আলোচনা যখন ব্যর্থ, তখন তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজধানীতে সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে শনিবার বিচারপতিদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা প্রশান্ত কিশোর জানালেন , কেবলমাত্র ভোটকুশলী হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।

কারণ এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের সাংগঠনিক বিষয়, মন্ত্রিসভার গঠন বা অন্য কোনও বিষয়ে প্রশান্ত কিশোরের কোনও ভূমিকা নেই।

সূত্রের খবর, মমতা নিজেও এদিন বলেছেন, প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে, তা নিয়ে দলের মধ্যে মতান্তর ছিল।

তবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রশান্ত কিশোর শুধু ভোটকুশলী হিসেবেই কাজ চালিয়ে যাবেন।

প্রশান্ত কিশোরের সঙ্গে জাতীয় কংগ্রেসের আলাপ আলোচনা ভেঙে যাওয়ার নেপথ্যেও তাঁর এক্তিয়ার সম্পর্কিত বিষয়টি রয়েছে।

জানা গিয়েছে, প্রশান্ত কিশোর কংগ্রেসের জাতীয় মুখ হিসেবে রাহুল-প্রিয়ঙ্কাকে বাদ দিয়ে প্রস্তাব অন্য কারও নামের দিয়েছিলেন। কংগ্রেসের সাংগঠনিক সংস্কারেও একটি ভূমিকা নিতে চেয়েছিলেন।

কিন্তু সনিয়া গান্ধি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, প্রশান্ত কিশোরের অভিজ্ঞতা ও দক্ষতাকেই কেবলমাত্র কাজে লাগাতে চায় কংগ্রেস।

দলে যোগ দিয়ে সেইটুকু কাজই করুন প্রশান্ত কিশোর। এরপরই প্রশান্ত কিশোর আর রাজি হননি কংগ্রেসে যোগ দিতে।