• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

একাদশের ফলপ্রকাশের আগেই দ্বাদশে ক্লাস শুরুর নির্দেশ সংসদের

ফল প্রকাশের পর যদি দেখা যায়, তৃতীয় সেমিস্টারে পাঠরত কোনও পড়ুয়া দ্বিতীয় সেমিস্টারে অকৃতকার্য হয়েছে, সেক্ষেত্রে পুনরায় তাকে একাদশ শ্রেণিতে ফিরিয়ে দেওয়া হবে।

শ্যামবাজার অঞ্চলে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা দোল খেলছে।

এখনও একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হয়নি। তার আগেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে সংসদ। নির্দেশিকায় বলা হয়েছে, সেমিস্টার ব্যবস্থায় যেহেতু খুব অল্প সময় হাতে রয়েছে, তাই দ্রুত যাতে পঠন-পাঠন শেষ করা যায়, সেজন্য এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে স্কুলগুলোকে। অর্থাৎ একাদশের ফল প্রকাশের আগেই দ্বাদশ শ্রেণিতে পঠনপাঠন শুরু হয়ে যাচ্ছে।

সংসদ অবশ্য এ-ও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ফল প্রকাশের পর যদি দেখা যায়, তৃতীয় সেমিস্টারে পাঠরত কোনও পড়ুয়া দ্বিতীয় সেমিস্টারে অকৃতকার্য হয়েছে, সেক্ষেত্রে পুনরায় তাকে একাদশ শ্রেণিতে ফিরিয়ে দেওয়া হবে।

অবশ্য এ ক্ষেত্রে পড়ুয়াদের মনের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষাবিদরা চাইছেন, যাতে ফল প্রকাশের পরই ক্লাস শুরু করা হোক। তাদের ব্যাখ্যা, নতুন ক্লাসে পড়তে পড়তে যদি কোনও পড়ুয়া জানতে পারেন যে, তিনি অকৃতকার্য হয়েছেন। সেক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন ওই পড়ুয়া।

এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘অকৃতকার্যদের পুনরায় একাদশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মনোবিজ্ঞান সম্মত নয়। এতে ছাত্র-ছাত্রীদের উপর বিরূপ প্রভাব পড়বে। আমরা দাবি করছি, ফলপ্রকাশের পর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হোক। কারণ, তার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। খাতা দেখার জন্য সময় লাগবে। দ্রুত ফল প্রকাশের পর ক্লাস শুরু হওয়া উচিত।’