• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মেয়ের জন্মদিনে পড়ুয়াদের নিয়ে আনন্দ ভাগ করলেন বাবা মা

মেয়ের জন্মদিনের আনন্দ তারা সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্যই বিদ্যালয়ে অতিথি ভোজের ব্যবস্থা করেছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য অভিভাবকরাও।

ছোট্ট মেয়ের জন্মদিনে তাদেরই সমবয়সী খুদে পড়ুয়াদের নিয়ে ভোজনের আয়োজন করলেন বাবা মা। প্রথাগত অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে কচিকাঁচাদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান রীতিমত সাড়া ফেলে দিয়েছে গ্রামে। এই মানবিক কর্মসূচি ঘিরে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও আপ্লুত। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ছোট্ট পড়ুয়া অস্মিতা ব্যানার্জী মনিরামবাটি প্রিয়ংবদা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এই মেয়েটির জন্মদিন উপলক্ষেই তার বাবা ও মা পিন্টু ব্যানার্জী ও টগরী ব্যানার্জী তাকে নিয়ে বিদ্যালয়েই অনুষ্ঠান করলেন। কেক কাটা থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান হয় স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী, অন্যান্য অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে।

অনুষ্ঠান শেষে এদিন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের ভোজনের ব্যবস্থা করা হয়। ওই দিন অস্মিতার বাবা-মা বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁরা ১৪০ জন ছাত্র-ছাত্রীদের ভাত, ডাল, আলুভাজা, আলু পোস্ত, মাংস, চাটনি, পাঁপড় ও আইসক্রিম খাওয়ানোর ব্যবস্থা করেন। সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা মিলে কেক কাটা হয়। মেয়ের জন্মদিনে এইভাবে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের অতিথি ভোজ করানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার নাগ ওই ছাত্রীর অভিভাবককে ধন্যবাদ জানান। পিন্টু বাবু জানান, মেয়ের জন্মদিনের আনন্দ তারা সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্যই বিদ্যালয়ে অতিথি ভোজের ব্যবস্থা করেছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য অভিভাবকরাও।

Advertisement

Advertisement

Advertisement