দুর্গাপুজো শেষ হতেই আবার পুরোদমে শুরু হয়ে গেল পাড়ার সমাধান শিবির। বুধবার পূর্ব বর্ধমানের জামালপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ক্যাম্প অনুষ্ঠিত হল চকদিঘি ও জোতশ্রীরাম অঞ্চলে। এখানকার চকদিঘি হাই স্কুল ও অমরপুর হাইস্কুলে এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ এই ক্যাম্প পরিদর্শনে হাজির ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিএলআরও প্রত্যুষ বাগ, দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও তপন দে-সহ অন্যান্যরা।
জনপ্রতিনিধি ও আধিকারিকরা পুরো শিবির ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। যাঁরা এখনও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তাঁরা সেই সুবিধা যাতে পান তার ব্যবস্থা করতে সাহায্য করেন। পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন, ‘মুখ্যমন্ত্রীর এ এক অভিনব পরিকল্পনা। পাড়ার মানুষ নিজেরাই নিজেদের পাড়ার উন্নয়নের জন্য অংশগ্রহণ করছেন। পুজোর ক’টা দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে শিবির। তিনি আরও জানান, ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে বুথভিত্তিক যে কাজের জন্য সাধারণ মানুষের আবেদন ছিল, সেই সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে। আর এখানেও কোনও দল বিচার করা হচ্ছে না। এই উন্নয়নের অংশীদার সকলেই হবেন। বিধায়ক বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। প্রতিটি বুথে যে ১০ লক্ষ টাকা করে অনুদানের কথা বলেছিলেন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অনেক গ্রামে সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



