সীমান্ত শহরে লােকশিল্পীরা ভিড় জমাচ্ছে পদ্মের দলে

বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিপাকে ফেলে সীমান্ত শহরের সংখ্যালঘু ভােট ব্যাঙ্কে থাবা বিজেপির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বসু।

Written by SNS West Bengal | December 2, 2020 7:59 pm

বিজেপি (File Photo: IANS)

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে বিপাকে ফেলে সীমান্ত শহরের সংখ্যালঘু ভােট ব্যাঙ্কে থাবা বসালাে বিজেপি দল। মঙ্গলবার ত্রিমােহনী তিনমাথা মােড়ে তৃণমূল থেকে ৯৩ জন, আরএসপি ও সিপিএম থেকে ৮৭ জন, সংখ্যালঘু মহিলা ৩৫ জন এবং ৮৫ জন লােকশিল্পী মিলিয়ে মােট ৩০০ জন বিজেপি দলে যোগদান করেছে।

দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বসু , বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্যরা।

রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বসু জানিয়েছেন, সাধারণ মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলে দলে বিজেপিতে যােগদান করছে। এদিন প্রায় ৩০০ জন বিজেপির পতাকা তুলে নিয়েছে।