অক্সিজেনের সংকট, রােগী ভর্তি নেওয়া বন্ধ করল ন্যাশনাল মেডিকেল কলেজ

করােনা রােগী যতজন হাসপাতালে রয়েছেন ঠিক ততজনেরই অক্সিজেন রয়েছে। ফলে নতুন করে অতিরিক্ত আর একজন রােগীকেও অক্সিজেন দেওয়া সম্ভব নয়।

Written by SNS Kolkata | May 7, 2021 6:38 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

করােনা রােগী যতজন হাসপাতালে রয়েছেন ঠিক ততজনেরই অক্সিজেন রয়েছে। ফলে নতুন করে অতিরিক্ত আর একজন রােগীকেও অক্সিজেন দেওয়া সম্ভব নয়। একান্ত বাধ্য হয়েই বৃহস্পতিবার দুপুর থেকে করােনা রােগী ভর্তি নেওয়া বন্ধ করল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। পার্ক সার্কাসের এই মেডিকেল কলেজে ১৫০ জন রােগী ভর্তি রয়েছেন।

বুধবার খবর পাওয়া যাচ্ছিল এদের সকলের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল। এই নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। অক্সিজেনের সমস্যা নেই এমনটাই জানিয়েছিলেন সুপার।

তবে তিনি স্বীকার করে নিয়েছেন অক্সিজেনের দ্রুত নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে। এমন অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে যাতে করে ২৫০ জন রােগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করা যায়। এর জন্য সাত দিন সময় লাগবে। এই প্ল্যান্ট তৈরি হলে ফের নতুন রােগী। ভর্তি নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।