• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পিংলায় বজ্রপাতে এক জনের মৃত্যু , মেদিনীপুরে বাদুড় উদ্ধার

ঘটনাস্থলে গিয়ে পিংলা থানার পুলিশ কার্তিক বাস্কের মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বেলাড় গ্রামে শুক্রবার বিকেলে মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় কার্তিক বাস্কের ( ৫৮ )।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিংলা থানার পুলিশ কার্তিক বাস্কের মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

ওই ঘটনা কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পিংলার বিধায়ক অর্জিত মাইতি মৃতের পরিবার বর্গ কে সমবেদনা জানান।সেইসঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement

এদিকে শুক্রবার রাতে বজ্র বৃষ্টির কারণে দুটি বড় মাপের বাদুড় জখম হয়ে পড়ে যায়। শনিবার সকালে এদের মেদিনীপুর দমকল কেন্দ্রের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন।

বন দফতর এর পক্ষ থেকে ওই দুটি বাদুড়কে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় । 

 

Advertisement