নির্বাচনের উত্তাপ যতই বাড়ছে তার চেয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ রাজ্যে করােনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। তার মধ্যে ৭২২ জন কলকাতার। সংক্রমণের নিরিখে এই জেলা প্রথম।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা । সেখানে একদিনে করােনা আক্রান্তের সংখ্যা ৫৪৮। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে আক্রান্তের সংখ্যা ২২৪ চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ২৪ ঘন্টায় সংক্রামিত ১২২ জন।
Advertisement
রাজ্যে মােট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬,০০,০২৪। একদিনে রাজ্যের করােনার বলি হয়েছেন আট জন। তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার তিনজন করে। হাওড়া ও পশ্চিম বর্ধমানের একজন করে। ফলে মােট করােনায় মৃতের সংখ্যা বেড়ে হল এ রাজ্যে ১০,৩৬৩।
Advertisement
Advertisement



