২৮ ফেব্রুয়ারি সন্দেশখালি নিয়ে জেলাশাসক ও পুলিশকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠক

Written by SNS February 23, 2024 5:25 pm

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর দিতে কলকাতা ও দুই ২৪ পরগনার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। আগামী ২৮ ফেব্রুয়ারি এই বৈঠক রয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে সমস্ত বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পেশ করতে হবে। ইতিমধ্যে দিল্লির নির্বাচন সদনে প্রতি মুহূর্তের আপডেট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশন সন্দেশখালির প্রতি মুহূর্তে সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে। সেই রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে। সেই বিষয়ে আরও খতিয়ে দেখতে তড়িঘড়ি বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসার আগে জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বসে বিষয়টি আরও গুছিয়ে নিতে চাইছেন তিনি। যাতে ভোটের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কোনও অসুবিধা না হয়।