আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার নির্বাচন হওয়ার কথা। সেকথা মাথায় রেখেই বুধবার সর্বদলীয় বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন।
যতদূর জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার ১০৮টি পুরসভার নির্বাচনের আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে।
Advertisement
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। যদিও বিজেপির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
Advertisement
উল্লেখ্য, আগেই বিজেপির তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়ে বলা হয়েছিল, সব পুরভোট একসঙ্গে করার।
ইতিমধ্যে চারটি পুর নিগমের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রার্থীরা প্রচার করছেন জোরকদমে।
এখন দেখার রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ১০৮টি পুরসভার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে নির্ঘণ্ট প্রকাশ হয় কিনা।
Advertisement



