তৃণমূলে না, পিকে’র প্রস্তাব ফিরিয়ে কংগ্রেসেই মিঠু রায়

প্রবীণ কংগ্রেসি নেতা এবং প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায় (মিঠু)র সঙ্গে শনিবার দেখা করেছিলেন তৃণমূলের ভােটকৌশলী প্রশান্ত কিশাের (পিকে)।

Written by SNS Kolkata | February 7, 2021 11:10 am

প্রশান্ত কিশোর (File Photo: IANS)

প্রবীণ কংগ্রেসি নেতা এবং প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায় (মিঠু)র সঙ্গে শনিবার দেখা করেছিলেন তৃণমূলের ভােটকৌশলী প্রশান্ত কিশাের (পিকে)।

সূত্রের খবর, দেবপ্রসাদকে প্রথমে উত্তরবঙ্গে তৃণমূলের হয়ে দাঁড়াতে বিধানসভার টিকিট ও পরে রাজ্যসভায় পাঠানাের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মিঠু জানিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কচ্ছেদ করে যদি তিনি তৃণমূলে আসেনও, তা হলে তা ভােটের টিকিটের জন্য নয়।

এবিষয়ে মিঠু বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা ঠিক যে, আমার কাছে তৃণমূলে যােগ দেওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি ‘না’ বলে দিয়েছি।’ আমি বারবার বলেছি, ‘যব তক হাত, তব তক কংগ্রেস কা সাথ।’ 

পিকের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেন দেবপ্রসাদের জবাব, ‘ওর অনেক নাম শুনেছি। সে কারণে ওকে এবার দেখার ইচ্ছে হয়েছিল। তাই ও যখন ডেকে পাঠাল, তখন সেটা অগ্রাহ্য করিনি।

আরও জানান, বাম-কংগ্রেস জোটের বিবিধ কাজকর্ম নিয়ে ক্ষোভ থাকলেও বিধানসভা ভােটে তিনি কংগ্রেসের হয়েই কাজ করবেন। তাঁর কথায়, ‘আমরা ঠিক না ভুল, সেটা তাে আমরা ঠিক করি না। মানুষ ঠিক করে দেয়।