• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, প্রতিনিধিদল পাঠাচ্ছে নবান্ন

দলের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

নবান্ন। ফাইল চিত্র

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। এর জেরে প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। বিভিন্ন জায়গায় ধস নেমে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। বৃষ্টির জেরে জল জমে জনজীবন প্রায় বিধ্বস্ত। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে উত্তরবঙ্গে আট সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। এই দলে পাঁচ আইএএস অফিসার ও তিন প্রযুক্তিগত বিশেষজ্ঞ রয়েছেন। দলের নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। এই দলের কাজকর্মের উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত রিপোর্ট চাইবেন তিনি।

দুষ্মন্ত নারিয়ালা ছাড়াও দলে রয়েছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন, ডব্লিউবিএসইডিসিএল-এর ডাইরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার।

Advertisement

বৃহস্পতিবারই এই দলের প্রতিনিধিরা উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। দলের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি যেখানে, যেরকম উদ্ধারকাজ ও ত্রাণ সামগ্রীর প্রয়োজন পড়বে তার ব্যবস্থা করার জন্য পরিকল্পনার কাজ চলবে। ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতির পরিকল্পনা করা, পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখাই এই বিশেষ দলের প্রধান উদ্দেশ্য।

Advertisement

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে গ্রামীণ এলাকা প্রায় জলের তলায়। নদীভাঙন, রাস্তায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ শুরু করেছে রাজ্য।

Advertisement