• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মনােনয়ন জমা

বিজেপি প্রার্থী মহাদেব সুরকার সােমবার মনােনয়ন পত্র জমা দিলেন। এদিন স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে তিনি মনােনয়ন পত্র জমা দেন।

প্রতীকী ছবি (File Photo: IANS)

নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মহাদেব সুরকার সােমবার মনােনয়ন পত্র জমা দিলেন। এদিন স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে তিনি মনােনয়ন পত্র জমা দেন।

জেতার বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান মহাদেব সরকার। এদিন নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম সরকার মনােনয়ন পত্র জমা দিলেন। অসীম সরকারের সঙ্গে ছিলেন বনগাঁ লােকসভার বিজেপি সংসদ শান্তনু ঠাকুর।

Advertisement

পাশাপাশি নদিয়ার চাকদা বিধানসভার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘােষ, শান্তিপুর বিধানসভার সংযুক্ত মাের্চার প্রার্থী কংগ্রেসের ঋজু ঘােষাল, নদিয়ার বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস সাহা, করিমপুর তেহট্ট বিধানসভার তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় মনােনয়নপত্র জমা দিলেন।

Advertisement

Advertisement