শীতের মরশুম শেষ।বৈশাখেই দাপট দেখাচ্ছে দাবদাহ।ইতিমধ্যেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।আরও বাড়বে তাপমাত্রার পারদ,জানা গেছে এমনটাই। এমনকি বইতে পারে লু।মার্চ মাসটা কেটেছিল ভালই।ভালই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া।তাপমাত্রা সামান্য চড়লেও সেভাবে দাপট দেখাতে পারেনি চড়তে থাকা তাপমাত্রা।কিন্তু চিত্রটা বদলে যায় এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।চড়তে থাকে তাপমাত্রার পারদ।মাঝে মধ্যে কালবৈশাখীর সৌজন্যে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।বরং লু বইতে পারে,এমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করতে পারে বলে জানা গেছে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।শুধু কলকাতা নয়,তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে জেলাগুলিতেও।আবহাওয়াবিদরা জানাচ্ছেন,বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি চড়তে পারে।বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলেও জানা গেছে।এপ্রিল মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়েছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের কথায় মধ্যপ্রদেশ,গুজরাট,রাজস্থানে তাপপ্রবাহ চলবে।যার প্রভাব এসে পড়বে পূর্ব ভারতেও।ফলে রাজ্যের তাপমাত্রাও বাড়বে বলে জানা গেছে।
Advertisement
Advertisement



