• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৈঠকের কথা আমায় কেউ জানায়নি: মুকুল

আমাকে কেউ বৈঠকের বিষয়ে জানাননি। আমি এখন এ সবের মধ্যে নেই। নিজের যন্ত্রণায় জ্বলছি। 'প্রসঙ্গত গুরুতর অসুস্থ মুকুলের স্ত্রী রয়েছে ভেন্টিলেশনে।

মুকুল রায় (File Photo: IANS)

‘আমাকে কেউ বৈঠকের বিষয়ে জানাননি। আমি এখন এ সবের মধ্যে নেই। নিজের যন্ত্রণায় জ্বলছি। ‘প্রসঙ্গত গুরুতর অসুস্থ মুকুলের স্ত্রী রয়েছে ভেন্টিলেশনে। কিছু দিন আগে করােনা আক্রান্ত হয়েছিলেন মুকুল নিজেও।

দিলীপ ঘােষের ডাকা বৈঠকে না যাওয়া নিয়ে জল্পনার মাঝেই এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের। যদিও মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের দাবি, সে কারণেই ভিড় এড়িয়ে গিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। দলের রাজ্য কমিটির নেতা না হয়েও বিজেপি-র গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনিও গরহাজির ছিলেন দিলীপের কা বৈঠকে।

Advertisement

এ বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সুত্রে জানা গিয়েছে, আত্মীয়তার অসুস্থতার কারণে তিনি ওই বৈঠতে যেতে পারেননি। অবশ্য বৈঠকে ছিলেন না বিজেপি-র রাজ্য কমিটির আর এক সদস্য সব্যসাচী দত্তও থাকতেন।

Advertisement

Advertisement