প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল এনআইএ। আগস্ট মাসে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনাতেই মহেশতলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
আগস্ট মাসে বিজেপির ডাকা বনধের দিন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একটি চার চাকার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। রবি সিংহ এবং প্রিয়াঙ্কু পাণ্ডে এই দুই নেতা জখম হয়েছিলেন। অর্জুনের দাবি ছিল, গুলির আঘাতে প্রিয়াঙ্কু পাণ্ডের মৃত্যু অবধি ঘটতে পারত।
Advertisement
ওইদিন কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন প্রিয়াংঙ্কু। চালকের পাশের সিটে বসেছিলেন তিনি। পিছনের সিটে ছিলেন রবি সিং। মাঝরাস্তায় কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার একজনকে গ্রেপ্তার করল এনআইএ।
Advertisement
গদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এই ঘটনার দায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘাড়ে চাপিয়েছিলেন। বলেছিলেন, অর্জুন নিজে গুলি ছুড়েছে, আর ওঁর দলবল এই বোমাবাজি করেছে। এর পাল্টা অর্জুন বলেন, খুনের পরিকল্পনা নিয়েই হামলা চালানো হয়েছিল।
বিজেপি নেতা অর্জুনের অভিযোগ, মোট ৭ রাউন্ড গুলি চলেছে। হামলাকারীরা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গী। অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। হামলার গোটা ঘটনা সোশাল মিডিয়ায় লাইভ করেন গাড়িতে থাকা এক পুলিশকর্মী। সেই ভিডিও-ই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
Advertisement



