টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীকে বিশেষ সম্মানে ভূষিত করলো এক বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ইতালির তুরিন শহরের ‘আলবার্টিনা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ -এর তরফে মঙ্গলবার কলকাতায় তাঁকে ‘প্যাট্রন অফ আর্টস’ উপাধিতে ভূষিত করা হয়।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের তরফে ‘অনারারি অ্যাকাডেমিশিয়ান’ খেতাবে তাঁকে ভূষিত করা হয়। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির রাষ্ট্রদূত (কলকাতা) রিকার্ডো ডাললা কোস্তা। ইতালির অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির দীর্ঘকালীন যোগাযোগ ও সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন এবং বিধায়ক দেবাশীষ কুমার।
Advertisement
অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সত্যম রায়চৌধুরী বলেন, ‘আলবার্টিনা অ্যাকাডেমি এবং ইতালির বাসিন্দাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভারত ও ইতালির সম্পর্ক ক্রমেই আরও গভীর হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের সঙ্গেও ইতালির বিশেষ যোগসূত্র ছিল। স্বামীজি বলেছিলেন, ইতালি সঙ্গীত ও আধ্যাত্মিকতার দেশ।’ শিক্ষাক্ষেত্রে তাঁর এই আন্তর্জাতিক সম্মান ভারতের জন্য এক গর্বের বিষয়।
Advertisement
Advertisement



