• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৫ বছর পর নতুন মেট্রো স্টেশন উদ্বোধন হল ফুলবাগান মেট্রো স্টেশনের

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে উদ্বোধন হল ফুলবাগান মেট্রো। রবিবার অনলাইনে এই মেট্রো স্টেশনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েল।

কলকাতা মেট্রো (Photo: Twitter | @metrorailwaykol)

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে উদ্বোধন হল ফুলবাগান মেট্রো। রবিবার অনলাইনে এই মেট্রো স্টেশনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গােয়েল। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর নতুন একটি মেট্রো স্টেশন পেল শহর কলকাতা। অনেক বাধা বিপত্তি কাটিয়ে কাজ করেছেন ইঞ্জিনিয়াররা জানান তিনি। রেলমন্ত্রী আরও জানান, ২০২১ সালের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

Advertisement

আগামীকাল সকাল ৮ টা থেকে এই স্টেশনটিতেও মেট্রো পরিষেবা চালু হবে। এতদিন পর্যন্ত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ছিল ১০ টাকা। এবার ফুলবাগান পর্যন্ত সেই ভাড়া ২০ টাকা হতে চলেছে। ফুলবাগান স্টেশনে থাকছে ৪ টি গেট। প্ল্যাটফর্মে থাকছে স্লাইডিং ডাের। 

Advertisement

এদিন মেট্রো স্টেশনটির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানাে হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও আমন্ত্রিত হন স্থানীয় বিধায়ক পরেশ পাল ও সাধন পাণ্ডেকে। তাঁরা ওই অনুষ্ঠানে যােগ দেননি। অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে যােগ দেন পীযুষ গােয়েল ও দেবশ্রী চৌধুরি। 

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানাে প্রসঙ্গে পুর ও নগরােন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী না থাকলে মেট্রোই হত না। রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো এনছে মমতাই।

Advertisement