টলিউডের প্রবীণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রভাত রায়কে ফের গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর নিয়মিত ডায়ালিসিসও চলত। জানা গিয়েছে, সম্প্রতি ডায়ালিসিস করে তিনি বাড়ি ফেরেন। কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বুধবার রাতে তাঁর অস্ত্রোপচার হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা ভালোর দিকে হলেও পুরোপুরি বিপদ মুক্ত নন। তাই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, শরীরে একটি সংক্রমণ দেখা গিয়েছে। সেটিকে নিরাময় করার জন্য তাঁকে হাসপাতালের কড়া নজরদারিতে থাকতে হবে।
সংবাদমাধ্যমের প্রশ্নে প্রভাত কন্যা একতা ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে তিনি হায়দরাবাদে স্বামীর সঙ্গে থাকেন। কিন্তু প্রতিদিনই বাবার সঙ্গে কথা হয়। নিয়মিত বাবার খোঁজ খবর রাখেন। সম্প্রতি ভিডিও কলে পরিচালকের চোখের তলা ফোলা দেখে সন্দেহ হয় মেয়ের। দ্রুত প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে তিনি বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।
উল্লেখ্য, বাংলা সিনেমার জগতে তাঁর অবদান অপরিসীম। ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো অনেক সিনেমাতে তিনি কাজ করেছেন। নিজের দক্ষতার জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। বর্তমানে তাঁর অনেক বয়স হয়েছে। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন আগে স্ত্রীকেও হারিয়েছেন। তবে সিনেমা জগৎ থেকে দূরে সরে থাকতে পারেননি। তাই মেয়ে একতার সহযোগিতায় নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। সেখানেই তিনি সিনেমা নিয়ে কাজ চালাচ্ছেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসারত। তাঁর অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।