নন্দীগ্রামে বুথে বুথে ভােট পড়েছে ৮৮ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত

নন্দীগ্রামে মােট বুথের সংখ্যা ২৭৮। ভােটারের সংখ্যা ২,৫৭,১৫৬। বৃহস্পতিবার ২,২৬,৩৩০ জন ভােট দিয়েছেন l ১,১৫,৩৬৮ জন পুরুষ এবং ১,১০,৯৬২ জন মহিলা ভােট দিয়েছেন।

Written by SNS Nandigram | April 3, 2021 6:17 pm

প্রতীকী ছবি (Photo: iStock)

নন্দীগ্রামে মােট বুথের সংখ্যা ২৭৮। মােট ভােটারের সংখ্যা ২,৫৭,১৫৬। এর মধ্যে বৃহস্পতিবার ২,২৬,৩৩০ জন ভােট দিয়েছেন l যার মধ্যে ১,১৫,৩৬৮ জন পুরুষ এবং ১,১০,৯৬২ জন মহিলা ভােট দিয়েছেন।

নন্দীগ্রামে ভােট পড়েছে ৮৮,০১ শতাংশ। বহু বুথে ৯০ শতাংশের বেশি ভােট পড়েছে। যার মধ্যে উল্লেখযােগ্য বাসুলিচক প্রাইমারি স্কুল বুথে ৯৩.২৫ শতাংশ, বৃন্দাবনপুর প্রাইমারি স্কুল বুথে ৯২.১৯ শতাংশ, চারগলা প্রাইমারি স্কুল বুথ ৯২,৪৮ শতাংশ।

খােদামবাড়ি প্রধান পল্লী স্কুল বুথে ৯৩.২১ শতাংশ, যদুবাড়িকে প্রাথমিক স্কুল বুথে ৯৪.৭৮ শতাংশ, জলপাই গড়চক্রবেড়িয়া অম্বিকা। গােপাল স্মৃতি বিদ্যামন্দির ৯৪.৪৯ শতাংশ, নাকচিরাচর প্রাথমিক স্কুল বুথে ৯৪.৫২ শতাংশ, সবাইকে পিছনে ফেলেছে ভেটুরিয়া কোহিনূর স্কুলের বুথ। সেখানে ভােট পড়েছে ৯৬.০৬ শতাংশ।

ওই বুথে মােট ভােটার রয়েছেন ৮-৩৭ জন। তাদের মধ্যে ৮০৪ জন ভােট দিয়েছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার নন্দীগ্রামে ভােট চলাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বলেছিলেন, মমতা দিদিকে দেখলেই একিট পােল বােঝা যাবে। নন্দীগ্রামে হার স্বীকার করে নিয়েছেন দিদি।

শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলছেন, নন্দীগ্রামে বিজেপি জিতছে। আমি ২০০ শতাংশ নিশ্চিত। ব্যক্তি আমি বড় কথা নয়। বিজেপি জিতছে সেটাই বড় কথা। মাননীয়াকেও বলব আমির আবরণ ছেড়ে এবার বেরিয়ে আসুন।

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, নন্দীগ্রামে তৃণমূল জিতছে, মমতা আজও দিনহাটায় দাবি করেছেন, আমিই জিতছি নন্দীগ্রামে।