• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমন

অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট, গলায় ব্যথা নিয়ে ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালে।

কবীর সুমন (File Photo: IANS)

অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমন । শ্বাসকষ্ট, গলায় ব্যথা নিয়ে ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালে। রবিবার মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানাে হয়েছে। জানা গিয়েছে, গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর, তবে করােনার পরীক্ষা করাননি। 

Advertisement

রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। 

Advertisement

করােনা পরীক্ষা করানাে হয়েছে ৭৮ বছরের শিল্পীর। তবে রিপাের্ট এখনও আসেনি। রবিবার রাতেই কবীর সুমনের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপাের্ট নেগেটিভ এসেছে। 

তবে এই রিপাের্টের উপর চিকিৎসকরা ভরসা রাখতে পারছেন না। চিকিৎসকদের কথায়, এই রিপাের্ট অনেক সময় ভুল হতে পারে। সােমবার ভােরবেলা শিল্পীর আরটিপিসিআর টেস্টও করা হয়।

Advertisement