লােকাল ট্রেন চালুর আগেই মান্থলি বিভ্রাট, বহু স্টেশনে লিঙ্ক ফেল

অনেকে অগ্রিম মান্থলি কাটার জন্য কাউন্টারেও গিয়েছেন অনেক যাত্রী। যদিও সেখানে গিয়ে তারা দেখেন লিঙ্ক ফেলিওরের কারণে কাটা যাচ্ছে না মান্থলি।

Written by SNS Sealdah | November 10, 2020 6:44 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

বুধবার থেকে শুরু হচ্ছে লােকাল ট্রেন পরিষেবা। এর আগে শিয়ালদা ডিভিশনের বহু স্টেশনে টিকিট কাউন্টারগুলি খুলেছে।

অনেকে অগ্রিম মান্থলি কাটার জন্য কাউন্টারেও গিয়েছেন অনেক যাত্রী। যদিও সেখানে গিয়ে তারা দেখেন লিঙ্ক ফেলিওরের কারণে কাটা যাচ্ছে না মান্থলি। যদিও এক্ষেত্রে রেলের তরফে এনিয়ে প্রতিক্রিয়া না দেওয়া হলেও অনেকে বলছেন প্রায় আটমাস ধরে কোনও কাজ হয়নি। তাই হয়তাে এই সমস্যা।

প্রসঙ্গত হাওড়া ডিভিশনে ও শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখা মিলিয়ে ৬১৫ টি লােকাল ট্রেন চলবে বুধবার থেকে। সােমবার সকাল থেকে হাওড়া, বর্ধমান মেইন শাখার বিভিন্ন স্টেশনে দেখা গিয়েছে। টিকিট কাউন্টারগুলি স্যানিটাইজ করা হচ্ছে।